মেয়রকাপ ফুটবল টুর্ণামেন্টে প্রথম দল হিসাবে ফাইনালে উঠেছে বিয়ানীবাজার মোহামেডান স্পোর্টিং ক্লাব। মঙ্গলবার পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ট্রাইব্রেকারে ৪-২ গোলে বিয়ানীবাজার খেলোয়াড় কল্যাণ সমিতি কে হারায় মোহামেডান স্পোটিং ক্লাব
দুইদলে দেশী বিদেশী সহ রাজধানী ও জেলা পর্যায়ের খেলোয়াড়ে উপস্থিতি থাকলেও কোন দলই নির্ধারীত সময়ে গোল করতে পারেনি। হাজার হাজার দর্শকের উপস্থিতি আক্রমন পাল্টা আক্রমন দুই দল একে অপরের অর্ধে ত্রাস সৃষ্টি করলেও লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়েছে। বিশেষ করে উভয় দলের আক্রমনভাগের খেলোয়াড়ের গোর করার ব্যর্থা দর্শকরা মেনে নিতে পারেননি। খালি পোস্ট পেয়েও গোল করতে ব্যর্থ হয়েছেন মোহামেডানের ভিনদেশী খেলোয়াড়!
নির্ধারীত সময়ে গোল শূন্য ড্র থাকায় খেলা গড়ায় ট্রাইব্রেকারে।ট্রাইব্রেকারে মোহামেডান ৪-২ গোলে শিরোপা প্রত্যাশী বিয়ানীবাজার খেলোয়াড় কল্যাণ সমিতি।
আগামীকাল একই মাঠে বিয়ানীবাজার আবাহনী লিমিটেডের মোকাবেলা করবে শ্রীধরা জনমঙ্গল সমিতি
Leave a Reply