নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ বালক (অনুর্ধ্ব-১৭) ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন করা হয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের আয়োজনে আজ বিকেলে টুর্নামেন্টের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর সভাপতিত্বে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাহুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতছিলেন সংসদ সদস্য নেছার আহমদ, বিশেষ অতিথি পুলিশ সুপার জাকারিয়া মাহমুদ,বিশেষ অতিথি মডেল থানার ওসি ইয়াছিনুল হক সহ আরও অনেকে উদ্বোধনী ম্যাচে বড়লেখা উপজেলা বনাম শ্রীমঙ্গল উপজেলা অংশগ্রহণ করে। শ্রীমঙ্গল উপজেলা কে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে বড়লেখা উপজেলা। বড়লেখা উপজেলার পক্ষে আজিম এবং জাহিদ গোল করেন এবং শ্রীমজ্ঞলের পক্ষে সাখাওয়াত গোল করেন।
Leave a Reply