নিজস্ব প্রতিবেদক:মৌলভীবাজারের বড়লেখায় ২১ জুলাই ২০২২ তারিখে বড়লেখা উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০০ কৃষকের মাঝে বিনামূল্যে উফশি আমন জাতের বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মো: শাহাব উদ্দিন এম.পি।
উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মো: শাহাব উদ্দিন এম.পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বাবু প্রণয় কুমার দে,উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বদর উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর,পৌর মেয়র আবুল ইমাম কামরান চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এ কে এম হেলাল, কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ,ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, রফিক উদ্দিন, স্বপন চক্রবর্তী, কৃষি অফিসার দেবল সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, সমাজ সেবা অফিসার সাইফুল ইসলাম, প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তা উবায়দুল্লাহ খান,সাংবাদিক গোপাল দত্ত বাবলু, আব্দুর রব,লিটন শরীফ,তপন কুমার, মস্তুফা উদ্দিন সহ প্রমুখ এসময় প্রধান অতিথি বলেন বন্যায় পুরো সিলেট বিভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে আমার সরকার কৃষি বান্ধব সরকার বিনামূল্য আপনাদের বীজ দিচ্ছি সার দিচ্ছি আগামীতে আরও বেশী করে দেব আপনারা পানি নামার সাথে সাথেই বীজ রোপন করবেন আল্লাহ ফসল দিবেন।
Leave a Reply