বড়লেখা প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখায় স্বেচ্ছাসেবী সংগঠন বড়লেখা মানবসেবা সংস্থা’র উদ্যোগে কুইজ প্রতিযোগীতা-২০২২ খ্রী.-এর বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে ০৬ আগষ্ট (শনিবার) বিকাল সাড়ে ৩ ঘটিকায় পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের সাধারণ সম্পাদক শুভাশিস দে শুভ্র’র সভাপতিত্বে ও মানবসেবা সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ শুভ’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের সদ্য সাবেক প্যানেল চেয়ারম্যান মোঃ আবু আহমদ হামিদুর রহমান শিপলু।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব বড়লেখা উপজেলা শাখার আহ্বায়ক হানিফ পারভেজ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ন-সাধারণ সম্পাদক নাট্যজন মোঃ শহীদ-উল ইসলাম প্রিন্স, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক জাফর আহমদ, সংস্থার স্থায়ী কমিটির সদস্য কাওসার আহমেদ, বড়লেখা আদনান ফাউন্ডেশন’র পরিচালক আব্দুল ওয়াদুদ আদনান, মানবসেবা সংস্থার সহ প্রচার সম্পাদক মাহমুদ আলম তুহিন প্রমূখ।
এর আগে শুক্রবার বিকেল ৫ ঘটিকায় কুইজ প্রতিযোগিতার র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। র্যাফেল ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদ্য সাবেক প্যানেল চেয়ারম্যান আবু আহমদ হামিদুর রহমান শিপলু, বাংলাদেশ প্রেস ক্লাব বড়লেখা শাখার আহ্বায়ক মোহাম্মদ হানিফ পারভেজ, নিসচার সভাপতি সাংবাদিক তাহমীদ ইশাদ রিপন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক জাফর আহমদ, আদনান ফাউন্ডেশনের চেয়ারম্যান আদনান আহমদ ও মানবসেবা সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ শুভ।
উল্লেখ্য, প্রতিযোগীতায় মোট ২০৩জন প্রতিযোগী অংশগ্রহণ করে। তন্মধ্যে ১ম, ২য় ও ৩য় স্থানসহ বিভিন্ন বিভাগে ৩০জন প্রতিযোগীকে পুরষ্কার প্রদান করা হয়।
এতে ১ম পুরস্কার অর্জন করেন মুন্নি আক্তার, ২য় সায়মা বেগম (সাবিহা) ও ৩য় নাজমা বেগম।
Leave a Reply