দৈনিক কালবেলা পত্রিকায় প্রকাশিত নিউজ এর প্রতিবাদে বড়লেখা উপজেলা চেয়ারম্যান এর সংবাদ সম্মেলন
নোমান উদ্দিন বড়লেখা প্রতিনিধি: গতকাল সোমবার ৯ অক্টোবর মন্ত্রীর ছেলে ভাই ভাগ্নে যেন মন্ত্রী শিরোনামে দৈনিক কাল বেলায় পরিবেশমন্ত্রী আলহাজ্ব শাহাব উদ্দিন, তার ভাই,ভাগ্নে,ছেলেকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে।
১০ অক্টোবর মঙ্গলবার বিকাল তিন ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সুয়েব আহমদ এর আয়োজনে
লিখিত বক্তব্য প্রদান করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সুয়েব আহমদ।
এ সময় তিনি বলেন সৎ,পরিচ্ছন্ন, রাজনৈতিক নেতা পরিবেশ মন্ত্রী আলহাজ্ব শাহাবুদ্দিন এমপি,প্রতিপক্ষের ইন্ধনে ও মদদে মিথ্যা, বানোয়াট ও মনগড়া একটি সংবাদ প্রকাশ করা হয়েছে। সংবাদটি যে মনগড়া ও কল্পকাহিনী,
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, বড়লেখা পৌরসভার মেয়র ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি মো. তাজ উদ্দিন, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক গোপাল দত্ত বাবলু , উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক নিয়াজ উদ্দিনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন, ময়নুল হক,নাহিদ আহমদ বাবলু,ছালেহ আহমদ জুয়েল, তালিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।