নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের বড়লেখায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক বিতরণ করেন পরিবেশ বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আলহাজ্ব শাহাব উদ্দিন এম পি। সাম্প্রতিক সময়ের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ১০হাজার টাকা ৫০ মানুষ কে পাঁচ লক্ষ টাকার চেক বিতরণ করেন পরিবেশ মন্ত্রী আলহাজ্ব শাহাব উদ্দিন এম পি। ১১নভেম্বর শনিবার দুপুর ১২ঘটিকায় উপজেলা পরিষদ সভাকক্ষে , উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনজিত কুমার চন্দ্র এর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খান এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের পরিবেশ বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আলহাজ্ব শাহাব উদ্দিন এম পি, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সুয়েব আহমদ,এসময় উপস্থিত ছিলেন মন্ত্রীর একান্ত সচিব মো:আখতার উজ-জামান,পৌর মেয়র আবুল ইমাম মো:কামরান চৌধুরী,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: তাজ উদ্দিন, সাবেক ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্ট,উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ,ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, এনাম উদ্দিন, রফিক উদ্দিন, ছালেহ আহমদ জুয়েল সহ প্রমুখ। এসময় পরিবেশ মন্ত্রী বলেন আজকে টাকা আপনারা পাচ্ছেন, এই টাকা কিভাবে আসছে জানেন আমি প্রধানমন্ত্রীর কাছে একটা আবেদন করি আমার নির্বাচনী এলাকা বড়লেখা -জুড়ী বন্যায় প্লাবিত হয়ে মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে আমার এলাকার মানুষের আর্থিক সহযোগীতার প্রয়োজন। মাননীয় প্রধানমন্ত্রী প্রয়ত্রিশ লক্ষ টাকা মৌলভীবাজার জেলার মধ্যে দিয়েছেন । আজকে আপনাদের কে এই টাকা গুলার চেক দিলাম আগামীতে আপনাদের কে আরও সহযোগীতা করতে পারি সেই দুওয়া টুকু করবেন।