নিজস্ব প্রতিবেদক : কিংস ইলিভেন বিয়ানীবাজার এর আয়োজন যুক্তরাজ্য প্রবাসী সফিক আলীর পৃষ্ঠপুষকতায় মাঠে গড়ালো শফিক আলী ত্রি-দলীয় ক্রিকেট সিরিজের ৩য় আসর।
শনিবার সকালে স্থানীয় পি.এইচ.জি হাই স্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্ণামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টুর্ণামেন্টের পৃষ্ঠপোষক যুক্তরাজ্য প্রবাসী শফিক আলী,বিয়ানীবাজার উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সভাপতি ছালেখ হোসেন,বিয়ানীবাজার উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সহ-সভাপতি খন্দকার লোকমান আহমদ, টুর্ণামেন্টর চেয়ারম্যান সাকিব মাহমুদ সহ প্রমুখ।
উদ্বোধনী ম্যাচে মাঠে নামে কিংস ইলেভেন বিয়ানীবাজার এবং লিজেন্ডস অফ বিয়ানীবাজার।
এই টুর্ণামেন্টে অংশগ্রহনকারী ৩টি দল হলো- কিংস ইলেভেন বিয়ানীবাজার, লিজেন্ডস অফ বিয়ানীবাজার ও বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ, বিয়ানীবাজার।টানা২আসরের অপরাজিত চ্যাম্পিয়ন দল বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ বিয়ানীবাজার আগামীকাল নিজেদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে।
এসময় অতিথি বৃন্দরা বলেন সিজনের শুরুতেই চমৎকার একটি আয়োজনের জন্য কিংস ইলেভেন বিয়ানীবাজার কে ধন্যবাদ জানাই।