নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজারের বড়লেখায়,
বড়লেখা পৌর শহরের প্রাণকেন্দ্র রেলওয়ে সংলগ্ন নির্মানধীন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হিফজুল ক্বোরআন ক্বওমী মাদ্রাসা ও এতিমখানায় চল্লিশ হাজার টাকার আর্থিক সহায়তা দিলেন বড়লেখা উপজেলার গ্রামতলার বাসিন্দা,যুক্তরাজ্য প্রবাসী,বিশিষ্ট ব্যবসায়ী,সুপ্রভাত সিলেট অনলাইন চ্যানেল এর চেয়ারম্যান হাবিবুর রহমান,
আজ বিকাল ৪ ঘটিকার সময় আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠান প্রধানের হাতে অনুদানের অর্থ তুলে দেওয়া হয়।
মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোঃ খলিলুর রহমান এর সভাপতিত্বে ও ক্রীড়া ধারাভাষ্যকার আহমেদ নোমান এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ তাজ উদ্দিন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সম্পাদক ও স্থানীয় কাউন্সিলর কবির আহমদ,সাবেক ফুটবলার তজির উদ্দিন, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য শামীম আহমেদ,নিরাপদ সড়ক চাই(নিসচা)’র সভাপতি তাহমিদ ইশাদ রিপন,নিসচা’র সহ-সভাপতি আব্দুল আজিজ প্রমূখ। এসময় উপস্থিত বক্তাগন বলেন লন্ডন প্রবাসী হাবিবুর রহমান সংক্ষিপ্ত সফরে দেশে এসে যে মানবিক কাজ করেছেন তা অতুলনীয়, আমরা ফেইসবুকের মাধ্যমে দেখেছি হাবিবুর রহমান সাহেবের কার্যক্রম তিনি মানুষ কে গৃহ নির্মাণ করে দিয়েছেন, ঢেউ টিন বিতরণ করেছেন,টিবওয়েল উপহার দিচ্ছেন, বিভিন্ন মসজিদ, মাদ্রাসা,এতিমখানায় আর্থিক অনুদান অব্যাহত রেখেছেন আমরা দুওয়া করি প্রবাসের মাঠিতে আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন।