নিজস্ব প্রতিবেদক::মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের সমাজসেবী সংগঠন কাঠালতলী সমাজকল্যাণ পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে কাঠালতলী উচ্চ বিদ্যালয় হলরুমে এই সম্মেলনের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডার ও সাবেক উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ সিরাজ উদ্দিন। সম্মেলনের উদ্বোধন করেন বড়লেখা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান চুন্নু।
সংগঠনের স্থায়ী পরিষদের চেয়ারম্যান দেলওয়ার হোসেন চৌধুরী ইমনের সভাপতিত্বে ও তোফায়েল আহমদ ও হামিদ হোসেন আজাদের যৌথ সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন দক্ষিনভাগ উত্তর ইউপির চেয়ারম্যান এনাম উদ্দিন, গল্লাসাঙ্গন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশীদ আহমদ খান, চান্দগ্রাম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সালাদিন মল্লিক, সিনিয়র সাংবাদিক আব্দুর রব, তপন কুমার দাস, সমাজসেবক গৌছ উদ্দিন, ইকবাল হোসেন, আহমদ নোমান, রুবেল আহমদ, কবি মখলিছুর রহমান ছিদ্দেকী, সামুন আহমদ, নাজিম উদ্দিন, জুবায়ের আহমদ শিমুল, সাহেদুল ইসলাম প্রমুখ।সম্মেলনে সর্বসম্মতিক্রমে আব্দুল্লাহ আল সাজুকে সভাপতি, কাওছার আহমদ রনিকে সাধারণ সম্পাদক ও মো. মোর্শেদ আলমকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়েছে।
কমিটির পদপ্রাপ্ত অন্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি তোফায়েল আহমদ, সহ-সভাপতি জিয়াউল হক, ওয়ানবর এলগিরি, সাব্বির আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক হামিদ হোসেন আজাদ, অমর দাস, সাইদ আহমদ, রায়হান আহমদ চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক কামরান হোসেন, আলী হায়দার মুন্না, মুহিবুর রহমান, মারওয়ান হোসেন, অর্থ সম্পাদক আব্দুল গফফার, দপ্তর সম্পাদক সাইদুল করিম রুকন, সহ-দপ্তর সম্পাদক আব্দুল শুক্কুর আব্দুল্লাহ, শিক্ষা বিষয়ক সম্পাদক রেজাউল হক রাসেল, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান, ফরহাদ আহমদ তানিম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক রাসেল আহমদ, শ্রমিক কল্যাণ সম্পাদক আশরাফ আহমদ জুয়েল, প্রচার সম্পাদক ইকবাল হোসেন, সহ-প্রচার সম্পাদক মর্তুজ আলী, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জাবের আহমদ, আইসিটি সম্পাদক আব্দুল্লাহ আল এমরান, সহ-আইসিটি সম্পাদক মোহাম্মদ হানিফ, সমাজ কল্যাণ সম্পাদক হোসাইন আহমদ জীবন, সহসমাজ কল্যাণ সম্পাদক জামিল আহমদ, ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল আরিফ, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক রাসুদ আহমদ ও হোসাইন আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ হারুনুর রশীদ ও আব্দুল ওয়াদুদ রাহাত, আইন বিষয়ক সম্পাদক ফখরুল ইসলাম, পরিবেশ বিষয়ক সম্পাদক জাহিদ হাসান, সহ-পরিবেশ বিষয়ক সম্পাদক কাওছার আহমদ, পাঠাগার সম্পাদক আব্দুস সামাদ আজাদ (শাম্মু), স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সৈয়দ নাহিয়ান আহমদ এপলু, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ছাব্বির হোসেন রুম্মান, ক্রীড়া সম্পাদক শাহজাহান আহমদ চৌধুরী, সহ-ক্রীড়া সম্পাদক রাহিম আহমদ, আদিবাসী বিষয়ক সম্পাদক বিভিসন ডিখার, ত্রাণ বিষয়ক সম্পাদক সুলতান আহমদ ইমন, সহ-ত্রাণ বিষয়ক সম্পাদক হাফিজ আব্দুল আজিজ ইমরান, সদস্য ছিদ্দিকুর রহমান, জাহাঙ্গীর হোসেন, এবাদুল ইসলাম এপলু, মো. আবিদ আহমদ, খালেদ হোসেন, জমির উদ্দিন জুনেদ, সাইফুর রহমান, আব্দুর রাহাত, রুহুল ইসলাম ও জায়েদ আহমদ এপলু।
