নিজস্বপ্রতিবেদক:
মৌলভীবাজারের বড়লেখায়। ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব বড়লেখা উপজেলা শাখার ব্যবস্থাপনায় মাননীয় মন্ত্রী আলহাজ্ব শাহাব উদ্দিন এম,পি গোল্ডকাপ এন্ড প্রাইজমানী ক্রিকেট লীগের সেমিফাইনাল ম্যাচ আগামীকাল থেকে মাঠে গড়াবে সেমিফাইনালে ম্যাচ ১০তারিখ রোজ শুক্রবার ১ম সেমিফাইনালে ম্যাচে মুখোমুখি হবে বড়লেখা ওয়ারিয়র্স বনাম রেইনবো ওয়ারিয়র্স রতুলী। উভয় দলে দুজন করে অতিথি ক্রিকেটার খেলবেন। কোয়াবের সাধারণ সম্পাদক হারুন-উর রশীদ বাদশা বলেন আমরা ২০০৫ সাল ধারাবাহিক ভাবে ক্রিকেট লীগের আয়োজন করছি দেশী বিদেশি অনেক অতিথি ক্রিকেটার খেলেছেন আমরা আশা করছি আগামীকাল ও ভালো মানের অতিথি ক্রিকেটার আসবেন আমরা সুন্দর একটি খেলা উপভোগ করব। বড়লেখা ওয়ারিয়র্স ক্লাবের দলীয় অধিনায়ক মাহমুদুল হাসান বলেন আমরা এশিয়া কাপে শ্রীলঙ্কার মত শুরু করেছি আমরা ১ম ম্যাচে হেরে যাই তারপর থেকে আমরা শক্তিশালী দলগুলো কে হারিয়ে কোয়াটার এসেছি কোয়াটার ফাইনাল খেলে আগামীকাল সেমিফাইনাল ম্যাচ খেলব। আমি আশাবাদী আমার দল জয়লাভ করে ফাইনালে খেলবে। রেইনবো ওয়ারিয়র্স রতুলীর অধিনায়ক শিপন আহমদ বলেন আমরা তরুণ ক্রিকেটারদের সমন্বয়ে দল গঠন করেছি আমরা টুর্ণামেন্টে ভালো খেলছি গ্রুপ পর্বে আমরা বড়লেখা ওয়ারিয়র্স এর সাথে হেরে যাই।আমি আশাবাদী আগামীকাল জয়লাভ করে ফাইনালে যাব।
