নিজস্ব প্রতিবেদকঃমৌলভীবাজার জেলার বড়লেখা পি,সি, উচ্চ বিদ্যালয়ের এস এস সি ৯৪ব্যাচের প্রবাসী বন্ধুদের সংবর্ধণা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ২৩জানুয়ারি বড়লেখার অভিজাত রেষ্টুরেন্ট ইয়াম্মী প্যারাডাইজ রেষ্টুরেন্ট এন্ড পাটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে বড়লেখা নারী একাডেমি কলেজের প্রবাষক এম. এ হাসান এর সভাপতিত্বে ও ৯৪ব্যাচের বন্ধু কামাল আহমদ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফুলতলা শাহ নিমাত্রা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জহির উদ্দিন, একে একে বক্তব্য রাখেন ৯৪ব্যাচের প্রবাসী বন্ধু আলিম উদ্দিন, রায়হান পারভেজ, ফয়ছল আহমদ,রাসেল চৌধুরী,লুবন চৌধুরী,কামরুজ্জামান, দেশে অবস্তানরত ৯৪ব্যাচের বন্ধু শিক্ষক, ব্যবসায়ী, সমাজ সেবব সবাই নিজদের বক্তব্যবের মধ্যে স্কুল জীবনের কথা তুলে ধরেন তারা বলেন আমরা পি,সি স্কুলে ১৯৮৯সালে থেকে হাইস্কুলে লেখাপড়া শুরু করে সেখান থেকে ১৯৯৪সালে এস এস সি পরিক্ষার্থী আজ আমাদের মধ্যে স্কুল জীবনের মত বন্ধুত রয়েছে।আমাদের মধ্যে অনেকেই প্রবাসী, শিক্ষক, ব্যবসায়ী, আমরা যেখানেই থাকিনা কেন আমরাতো আমরাই। আমরা করোনা কালিন সময় থেকে প্রবাসী বন্ধুদের মাধ্যমে মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছি, সাম্প্রতিক সময়ের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা করেছি আমরা সবাই মিলে সমাজের অবহেলিত জনগোষ্ঠীর জন্য কাজ করে যাব।

By admin

its a news based portal and we always try to present true news and events what people right to know.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *