নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের বড়লেখায় ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব বড়লেখা শাখার ব্যবস্থাপনায়।
মাননীয় মন্ত্রী আলহাজ্ব শাহাব উদ্দিন এম,পি গোল্ডকাপ এন্ড প্রাইজমানী ক্রিকেট লীগের ১ম সেমিফাইনাল ম্যাচে একে অপরের মোকাবেলা করে বড়লেখা ওয়ারিয়র্স বনাম রেইনবো ওয়ারিয়র্স রতুলী। সকালের মুদ্রা নিক্ষেপনে টসে জয়লাভ করে বড়লেখা ওয়ারিয়র্স ক্লাবের অধিনায়ক মাহমুদুল হাসান ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ জানান রেইনবো ওয়ারিয়র্স রতুলীর অধিনায়ক শিপন আহমদ কে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে ইনিংসের শুভ সূচনা করেন রাজেল এবং মিনার ৭২,রানের ওপেনিং জুটি গড়েন দুজন নির্ধারিত ২৫ওভারে অতিথি ক্রিকেটার তুষার এবং নয়নের হাফসেঞ্চুরিতে ২২৭রান করতে সক্ষম হয় রেইনবো ওয়ারিয়র্স রতুলী। বড়লেখা ওয়ারিয়র্স ক্লাবের পক্ষে বোলিংয়ে জামিল এবং শাপ্পী দুটি করি উইকেট তুলে নেন। ২২৮রানের জবাবে ব্যাট করতে বড়লেখা ওয়ারিয়র্স ক্লাবের দুই উদ্বোধনী দীপ এবং রেদওয়ান ১৩৮ রানের পাটনারশিপ সংগ্রহ করেন রেদওয়ান ৪৩বলে ৪১রানে সাজগড় মুখি হন দীপ একপান্ত আগলে রেখে ৫৭বলে ৯৪রানে আউট হলে দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান অতিথি ক্রিকেটার শাহপরান ও জাবেদ ক্রিজে এসে দলের হাল ধরেতে ব্যার্থ হন নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২১৫রানে ইনিংস থেমে যায় ১২রানে জয়লাভ করে স্বপ্নের ফাইনালে রেইনবো ওয়ারিয়র্স রতুলী
