নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজারের বড়লেখায় বড়লেখা পঞ্চায়েত ইউনিটি বাফেলো সিটি নিউইয়র্ক- এর অর্থায়নে ৬নংবড়লেখা সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গঙ্গাঁরজল গ্রামের হতদরিদ্র আইন উদ্দিন কে গৃহ নির্মাণ করে দিয়েছে। আজ ১৮ই নভেম্বর শুক্রবার বাদ জুম্মা নব নির্মিত গৃহের চাবি হস্তান্তর করেন ৬নং বড়লেখা সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ফয়েজ আহমদ এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গঙ্গাঁরজল গ্রামের মুরব্বি নুর উদ্দিন, গিয়াস উদ্দিন, আব্দুস শুক্কুর,বড়লেখা বাজারের ব্যবসায়ী আলাউদ্দিন, শিক্ষক বদর উদ্দিন, আব্দুল করিম, গঙ্গাঁরজল পঞ্চায়েতের ইমাম সাহেবগন এসময় উপস্থিত বক্তাগন বড়লেখা পঞ্চায়েত ইউনিটি বাফেলো সিটি নিউইয়র্ক- এর সবাই কে ধন্যবাদ জানান তারা বলেন আপনারা আমাদের গ্রামের হতদরিদ্র আইন উদ্দিন কে গৃহ নির্মাণ করে দিয়েছেন আমরা আপনাদের কে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আপনারা আমেরিকা থেকে বড়লেখা বাসীর জন্য কাজ করছেন। আমরা আপনাদের জন্য দুওয়া করি আগামীতেআমাদের গ্রামে এইরকম আরও হতদরিদ্র কে গৃহ নির্মাণ করে দেবেন।
বড়লেখা পঞ্চায়েত ইউনিটি বাফেলো সিটি নিউইয়র্ক- এর অর্থায়নে গঙ্গাঁরজল গ্রামের হতদরিদ্র আইন উদ্দিন এর ঘরের চাবি হস্তান্তর।
Byadmin
নভে ১৮, ২০২২
By admin
Related Post
নিজস্বপ্রতিবেদক: মৌলভীবাজারের বড়লেখায়। ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব বড়লেখা উপজেলা শাখার ব্যবস্থাপনায় মাননীয় মন্ত্রী আলহাজ্ব শাহাব উদ্দিন এম,পি গোল্ডকাপ এন্ড প্রাইজমানী ক্রিকেট লীগের সেমিফাইনাল ম্যাচ আগামীকাল মাঠে গড়াবে ২য় সেমিফাইনালে ম্যাচ ১১তারিখ রোজ শনিবার ২য় সেমিফাইনালে ম্যাচে মুখোমুখি হবে জুনিয়র ক্রিকেট ক্লাব বনাম গল্লাসাংগন ক্রিকেট ক্লাব । উভয় দলে দুজন করে অতিথি ক্রিকেটার খেলবেন। কোয়াবের সাধারণ সম্পাদক হারুন-উর রশীদ বাদশা বলেন আমরা ২০০৫ সাল ধারাবাহিক ভাবে ক্রিকেট লীগের আয়োজন করছি দেশী বিদেশি অনেক অতিথি ক্রিকেটার খেলেছেন আমরা আশা করছি আগামীকাল ও ভালো মানের অতিথি ক্রিকেটার আসবেন আমরা সুন্দর একটি খেলা উপভোগ করব। বড়লেখা জুনিয়র ক্রিকেট ক্লাবের ক্লাবের টিম ম্যানেজার আদনান বলেন আমরা গ্রুপ পর্বের ম্যাচে আমরা শক্তিশালী দলগুলো কে হারিয়ে কোয়াটার ফাইনালে এসেছি কোয়াটার ফাইনাল খেলে আগামীকাল সেমিফাইনাল ম্যাচ খেলব। আমি আশাবাদী আমার দল জয়লাভ করে ফাইনালে খেলবে আমরা দুজন অতিথি ক্রিকেটার এনেছি ঢাকা মাঠে নিয়মিত ক্রিকেটার টুটুল এবং রুবেল মিয়া গল্লাসাংগন ক্রিকেট ক্লাবের অধিনায়ক জুসেল আহমদ বলেন আমরা তরুণ ক্রিকেটারদের সমন্বয়ে দল গঠন করেছি আমরা টুর্ণামেন্টে ভালো খেলছি গ্রুপ পর্বে আমরা ১ম ম্যাচে হেরে যাই আমি আশাবাদী আগামীকাল জয়লাভ করে ফাইনালে যাব আমাদের দলে দুজন অতিথি ক্রিকেটার খেলবেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার আবুল হাসান রাজু এবং ঢাকা লীগের পারফর্ম করা ক্রিকেটার আনিসুল হক ইমন।
ফেব্রু ১০, ২০২৩
admin