পাহাড়ি দুর্গম ও দরিদ্র জনপদ এর পিতৃহীন এক মাদ্রাসা শিক্ষার্থী মার্জান হোসেন।পড়াশোনা করেন ছিগামহল আল আজহার মাদ্রাসায়।ইতোমধ্যে হিফজ সম্পন্ন করেছেন।
দরিদ্র পরিবারের উপার্জনে সক্ষম তার বাবা হঠাৎ করে মৃত্যুবরণ করেন।মাদ্রাসা কর্তৃপক্ষ তার মরহুম বাবার জানাজায় অংশ নিতে গেলে বসত ঘরের বেহাল দশা অবলোকন করেন।
পরে বিষয়টি ছিগামহল এলাকার সম্ভ্রান্ত পরিবারের সদস্য,হাজী মোঃ সমস উদ্দিন এর বড় ছেলে ও বড়লেখা ফাউন্ডেশন ইউ.কের অন্যতম দাতা ও শুভাকাঙ্ক্ষী জনাব আব্দুর রাজ্জাক বকুল এর নজরে আনেন মাদ্রাসা কর্তৃপক্ষ।
তিনি বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে সহ প্রবাসে বিভিন্ন মহলের অনেকের সাথে বিষয়টি নিয়ে যোগাযোগ ও তৎপরতা শুরু করেন।
আজ ২৩ অক্টোবর,রোজ সোমবার,বেলা ১ঃ০০ ঘটিকার দোয়া মাহফিল এর মাধ্যমে হাফেজ মার্জান হোসেন এর বসতঘর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে’র শুভাকাঙ্ক্ষী শামীম আহমেদ এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ছিগামহল আল আজহার মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা আসাদ উল্লাহ,বিশিষ্ট ব্যবসায়ী মাহফুজুর রহমান কাবিল,তরুণ সমাজসেবক ও বোবারথল ক্বওমী মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মুকিত,মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল হালিম সেলিম।
এসময় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার অনেকেই উপস্থিত ছিলেন।
পরে উপস্থিত অতিথিবৃন্দ মোনাজাতের মাধ্যমে ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।