নিজজস্ব প্রতিবেদক :
“মাহা”- এর পৃষ্ঠপোষকতায় “বাংলাদেশ মণিপুরী স্পোর্টস এসোসিয়েশন” আয়োজিত “বাংলাদেশ আন্তঃ মণিপুরী ফুটবল চ্যাম্পিয়ন ট্রফি-২০২৩” এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অদ্য ১৭ নভেম্বর ২০২৩, শুক্রবার বিকাল ৩ ঘটিকার সময় সিলেটের আবুল মাল আব্দুল মোহিত ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হয়। এসোসিয়েশনের সহ সভাপতি অজয় সিংহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সাধারণ সম্পাদক ও “মাহা” র স্বত্তাধিকারী জনাব মাহি উদ্দিন আহমেদ সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মুল্যবান বক্তব্য প্রদান করেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সহ সভাপতি ও সিলেট মহানগর আওয়ামীলীগ এর সহ সভাপতি বিজিত চৌধুরী, সিলেট জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সংস্কৃতি ব্যক্তিত্ব জনাব আল আজাদ, সিলেট জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক জনাব হানিফ আলম চৌধুরী।
নোমান আহমদ ও রেজাউল আহমদ এর যৌথ সঞ্চালনায় শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ মণিপুরী স্পোর্টস এসোসিয়েশনের সাধরণ সম্পাদক শ্রী অভিষেক সিংহ রাজিব।
বাংলাদেশের মণিপুরী অধুষিত সকল স্থানের মোট ৮ টি দল উক্ত টুর্নামেন্টে অংশগ্রহন করছে। অদ্যকার উদ্বোধনী খেলায় অংশগ্রহন করে ভানুগাছ ইয়াং স্টার বনাম কম প্রত্যাশা ক্লাব কমলগঞ্জ। উক্ত খেলায় কম প্রত্যাশা ক্লাব কমলগঞ্জ ১-০ গোলে বিজয়ী হয় এবং ম্যান অফ দি ম্যাচ হোন বিজয়ী দলের দীপ্ত সিংহ। দিনের ২য় খেলায় অংশগ্রহন করে বিশগাও মনিপুরী ক্লাব হবিগঞ্জ বনাম টিম নয়াবাজার সিলেট। খেলায় টিম নয়াবাজার সিলেট ১-০ গোলে বিজয়ী হোন এবং ম্যান অফ দি ম্যাচ হোন বিজয়ী দলের স্বরূপ সিংহ। খেলা পরিচালনায় ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার তালিকাভুক্ত রেফারী সর্ব জনাব হোসাইন আহমদ হাছান,লায়েছ আহমদ ও কামরুল আহমেদ।