বিয়ানীবাজার প্রতিনিধি:
সিলেটের বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রা জনগণের নিকট পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেলে পৌরশহরের দক্ষিণ বাজারে বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদ ইসলাম আউয়ালের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য স্থানীয় সাংসদ নুরুল ইসলাম নাহিদ এমপি। বিভিন্ন ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম নাহিদ বলেন, শেখ হাসিনা সরকারের উন্নয়ন বাংলাদেশ আধুনিক বিশ্বের রোলমডেল হিসেবে এগিয়ে যাচ্ছে। বিয়ানীবাজারও তার বাহিরে নয়। আমার স্মার্ট বাংলাদেশের লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। আমার এলাকায় যত অসম্পূর্ণ রাস্তার কাজ আছে তা পর্যায়ক্রমেই সংস্কার করা হবে। এই জনপদে অনেক উন্নয়ন সাধিত হয়েছে বাকি যা আছে তাও পর্যায় ক্রমে হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।
উন্নয়ন সমাবেশে অন্যান্যদের উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি যুদ্ধাহত মুক্তি যুদ্ধা আব্দুল আহাদ কলা, আহমদ হোসেন বাবুল, হারুন হেলাল, নাজিম উদ্দিন, সালেহ আহমদ বাবুল, অধ্যাপক আব্দুল খালিক, যুগ্ম সাধারন সম্পাদক হারুনুর রশিদ দিপু, যুগ্ম সাধারন সম্পাদক সাবেক মেয়র আব্দুস শুকুর, যুগ্ম সাধারন সম্পাদক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পলব, সাংগঠনিক সম্পাদক মাসুদ আহমদ খান ও বিয়নীবাজার পৌরসভার মেয়র ফারুকুল হকসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ।