নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজারের বড়লেখায় শিক্ষা ক্রীড়া মানবতার সংগঠন গ্রামতলা নাইট রাইডাস ক্রিকেট ক্লাবের পরিচালনায় সুপ্রভাত সিলেট অনলাইন পেইজের চেয়ারম্যান লন্ডন প্রবাসী মানবতার সেবক জনাব হাবিবুর রহমান সাহেবের অর্থায়নে প্রান্তিক জনপদ পাহাড়ি, দুরঘম এলাকা বোবারথল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮০জন শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়। গত ৩১ অক্টোবর বিতরণ অনুষ্ঠানে বোবারথল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আব্দুস শুক্কুর খানের সভাপতিত্বে গ্রামতলা নাইট রাইডাস ক্রিকেট ক্লাবের সাধারন সম্পাদক আহমেদ নুমান এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন লন্ডন প্রবাসী প্রবাসী মানবতার সেবক হাবিবুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৫নংদক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ৮নং ওয়াডের ইউপি সদস্য বেলাল আহমদ, সাবেক ফুটবলার আবুল হোসেন,শিক্ষক মল্লিক আহমদ, সমাজ সেবক কামরান আহমদ এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার তজির উদ্দিন, মধ্যগ্রামতলা জামেমসজিদের সাধারণ সম্পাদক আবুল কালাম,গ্রামতলা নাইট রাইডাস ক্রিকেট ক্লাবের সভাপতি শহীদুল ইসলাম আনু, শাহীন আহমদ সহ প্রমুখ। এসময় উপস্থিত বক্তাগন বলেন বোবারথল একাকায় প্রাকৃতিক সম্পদ রয়েছে, বোবারথল এলাকায় যাতায়াত ব্যবস্থার কারনে কেউ আসেনা আজকে লন্ডন প্রবাসী হাবিবুর রহমান ভাই সহ আপনারা গ্রামতলা এলাকা থেকে এসেছেন আমরা আনন্দিত আমাদের স্কুলের শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস উপহার দিচ্ছেন। আমরা কি দিয়ে আপনাদেরকে ধন্যবাদ জানাব সেই ভাষা আমাদের কাছে নাই আমাদের অবহেলিত অজর পাড়া গায়ে এত কষ্ট করে এসেছেন আমরা আপনাদের কে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই…. লন্ডন প্রবাসী হাবিবুর রহমান বলেন আপনাদের স্কুলের ছেলে মেয়েদের লেখাপড়া করার জন্য বই,খাতা,ব্যাগ যা কিছু লাগবে আমি আমার অবস্থান থেকে সহযোগিতা করব। আপনারা আমার জন্য দুওয়া করবেন