নিজস্ব প্রতিবেদক মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের পাটনা গ্রামে নির্মিত পাটনা লুৎফিয়া লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন করা হয়েছে আজ সোমবার সকাল ৯ঘটিকায় এসময় উপস্থিত ছিলেন পাটনা লুৎফিয়া লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নিজাম উদ্দিন,
০৯নং সুজানগর ইউনিয়ন পরিষদের ৩নং ওর্য়াডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান জনাব ফখরুল ইসলাম, লুমিনাস একাডেমি সভাপতি মাওলানা জমির উদ্দিন। অত্র মাদ্রাসার সভাপতি জনাব ইছবর আলী,সহ সভাপতি হাজী বশির উদ্দিন,কেষাধ্যক্ষ মৌলানা সাঈদ আহমদ,সহ সাধারন সম্পাদক জনাব রহিম উদ্দিন,নায়েবে মহতামিম মৌলানা শফিউর রহমান,সমাজ সেবক কামরুল ইসলাম।সুপ্রভাত সিলেট অনলাইন পেইজের বার্তা সম্পাদক আবেদ আহমদ। লুমিনাস একাডেমির পরিচালক আছার উদ্দিন সহ প্রমুখ।
