নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) এর ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সুজানগর ইউনিয়নের হত-দরিদ্র দিনমজুর শ্রমিক পরিবারের অসুস্থ রোগীকে উন্নত চিকিৎসার জন্য নগদ সাড়ে ৫ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেছে নিসচা বড়লেখা উপজেলা শাখা।

জটিল রোগে আক্রান্ত স্বামী হারা এক নারীর চিকিৎসার জন্য আজ সন্ধ্যা ৬ ঘটিকায় তাঁর বাড়িতে গিয়ে নগদ আর্থিক অনুদান প্রদান করেন নিসচার কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, উদযাপন কমিটির আহ্বায়ক সহ-সভাপতি আব্দুল আজিজ এবং সদস্য সচিব ও আইন বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া।

এসময় নিসচা নেতৃবৃন্দরা বলেন, তাৎক্ষণিকভাবে আমরা জানতে পারি একটি হত-দরিদ্র শ্রমিক পরিবারের স্বামী হারা নারী দীর্ঘদিন থেকে জটিল রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী রয়েছেন। তাঁর উন্নত চিকিৎসার জন্য লাখ খানিক টাকার প্রয়োজন এই তথ্যটি আমাদের কাছে পৌছালে আমরা সার্বিক খোজ-খবর নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবাসী ভাইয়ের সহযোগিতায় আজ নগদ আর্থিক অনুদান প্রদান করি।

By admin

its a news based portal and we always try to present true news and events what people right to know.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *