বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখার পাথারিয়া গাংকুল মনসুরিয়া ফাযিল ডিগ্রী মাদ্রাসার ক্যাম্পাসে ঢুকে দাখিলের নির্বাচনী পরীক্ষার্থী ছাত্রীকে উ*ত্ত্য*ক্ত করার অ*ভি*যো*গে বুধবার বিকেলে ভ্রা*ম্য*মা*ণ আ*দা*ল*ত দুই ব*খা*টে যুবককে এক বছরের বি*না*শ্রম কা*রা*দ- দি*য়ে*ছে। উ*ত্ত্য*ক্তে*র প্রতিবাদ করায় ছাত্রকে কু*পি*য়ে পা*লি*য়ে যাওয়া বখাটে সুমন আহমদের বি*রু*দ্ধে থানায় নিয়মিত মা*ম*লা করতে বলেছেন ভ্রা*ম্য*মা*ণ আ*দা*লত।

ব*খা*টেরা হচ্ছে, উপজেলার গাংকুল গ্রামের ছাদ উদ্দিন ছাদই মিয়ার ছেলে শাকিল আহমদ (২৩) ও পূর্ব-গাংকুল গ্রামের অতুব মিয়ার ছেলে সোহেদ আহমদ (২৩)।
ভ্রা*ম্য*মাণ আ*দা*ল*ত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন। এসময় থানার ওসি (তদন্ত) ফরিদ উদ্দিন, সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান পিপিএম, মাদ্রাসার অধ্যক্ষ এএফএইচ ইউসুফ আলী, উপাধ্যক্ষ শরফ উদ্দিন আমহদ, সাবেক ইউপি সদস্য ইকবাল হোসেন, মাদ্রাসার গভর্নিংবডির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য বক্তিবর্গ।
জানা গেছে, বুধবার বিকালের শিফটে দাখিলের নির্বাচনী পরীক্ষার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা দিতে ছাত্রীটি দুপুর একটার দিকে মাদ্রাসায় পৌঁছে সহপাঠীদের নিয়ে কলম কিনতে পাশের লাইব্রেরীতে যায়। সেখান থেকে ফেরার সময় শাকিল আহমদ, সোহেদ আহমদ ও সুমন আহমদ নামক তিন বখাটে পথ আটকে ছাত্রীকে উ*ত্ত্য*ক্ত করে। ঘটনাটি দেখে মাদ্রাসার ফাযিল প্রথম বর্ষের ছাত্র জেবুল আহমদ ও ফাযিল দ্বিতীয় বর্ষের ছাত্র মুছা আহমদ তাদের মাদ্রাসা ছাত্রীকে উ*ত্ত্য*ক্তে*র প্র*তি*বা*দ জানায়। এর জেরে তিন বখাটে মিলে দুই ছাত্রকে দা দিয়ে কোপানোর চেষ্টা চালায়। এক বখাটের দায়ের কো*পে জেবুল আহমদের গলায় জখম হয়। পরে ছাত্ররা ধাওয়া করে দুই বখাটেকে ধরে মাদ্রাসায় আ*ট*ক রাখে। এক বখাটে পালিয়ে যায়। এ নিয়ে মাদ্রাসার ছাত্রছাত্রীদের মধ্যে চরম উ*ত্তে*জনা দেখা দেয়। মাদ্রাসা কর্তৃপক্ষ পূর্ব নির্ধারিত নির্বাচনী পরীক্ষা স্থগিত ঘোষণা করেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পোঁছে আ*ট*ক বখাটেদের উপযুক্ত শা*স্তি*র আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন জানান, মাদ্রাসা ছাত্রীকে উ*ত্ত্য*ক্তে*র অ*ভি*যোগ প্রমাণিত হওয়ায় আটক দুই ব*খাটেকে এক বছরের বি*না*শ্রম কা*রা*দ- প্রদান করেছেন। প্রতিবাদকারী ছাত্রকে দা দিয়ে কুপিয়ে জখম করার ঘটনায় আহত ছাত্রের পক্ষ থেকে পালিয়ে যাওয়া বখাটের বিরুদ্ধে থানায় নিয়মিত মা*ম*লা করতে বলা হয়েছে।

By admin

its a news based portal and we always try to present true news and events what people right to know.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *