নিজস্ব প্রতিবেদকঃ
মৌলভীবাজারের বড়লেখায় বড়লেখায় হারর্ভেষ্টার মেশিন গাড়ি দিয়ে সহজে ধান কাঠা এবং মাড়াই করা যায়। খালেদ এগ্রো এন্ড ডেইরী ফ্রার্মের সত্তাধিকারী খালেদ আহমদ কে। বড়লেখা উপজেলা কৃষি অফিসের মাধ্যমে সরকার বর্তুকি দিয়ে তাকে এই হারর্ভেষ্টার গাড়ি দিয়েছে। আজ সকাল থেকে বড়লেখা সদর ইউনিয়নের মাইজপাড়া ও কেছরিগুল এলাকায় ধান কর্তন এবং মাড়াই একসাথে চলতেছে খালেদ আহমদ বলেন হারর্ভেষ্টার মেশিন ঘন্টায় ৩থেকে ৪বিগা জমি কর্তনএবং মাড়াই করা যাবে। বড়লেখা উপজেলা কৃষি অফিসার বলেন খালেদ আহমদ একজন কৃষক তার ৩০বিগা জমি রয়েছে। সরকার বর্তুকির মাধ্যমে তাকে হারর্ভেষ্টার মেশিন দিয়ে যাতে সে কম সময়ে কম খরছে নিজের ধান কর্তন এবং মাড়াই করতে পারে।
