নিজস্ব প্রতিবেদক: সংক্ষিপ্ত সফরে ফ্রান্সে গেলেন বর্হিবিশ্ব জাতীয়তাবাদী ফোরাম বড়লেখার সাধারণ সম্পাদক আলিম উদ্দিন। ফ্রান্সে বসবাসরত বর্হিবিশ্ব জাতীয়তাবাদী ফোরাম বড়লেখার সদস্যবৃন্দরা গত ১৩ই নভেম্বর প্যারিসের গ্যা দ্যু নর্ড এর অভিজাত ক্যাফে বাংলা রেস্টুরেন্টে বর্হিবিশ্ব জাতীয়তাবাদী ফোরাম বড়লেখার সাধারণ সম্পাদক আলিম উদ্দিন কে ফুলের শুভেচ্ছা জানান। এসময় উপসস্থি ছিলেন বর্হিবিশ্ব জাতীয়তাবাদী ফোরাম বড়লেখার সিনিয়র সহ সভাপতি মুজিবুর লাভলু,যুগ্ম সম্পাদক গুলজার আহমদ, আতিকুস সামাদ রুহেল, তাজুল ইসলাম বিজ্ঞান ও পযুক্তি সম্পাদক তাজুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক আক্তার চৌধুরী মাসুম,সহ সাংগঠনিক সম্পাদক জুনায়েদ আহমদ নাবিল খায়রুল ইসলাম,প্রচার সম্পাদক সাইফুর রহমান, মাহমুদুর রহমান খোকন সহ প্রমুখ। এসময় উপসস্থি সবাই বলেন বর্হিবিশ্ব ফোরামের কার্যক্রমকে কিভাবে গতিশীল করা যায় আমরা সেই ভাবে কাজ করে যাব।