নিজস্বপ্রতিবেদক:
মৌলভীবাজারের বড়লেখায়।বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে এর অর্থায়নে বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের তেলিমেলি গ্রামে ভিত্তিপ্রস্তর স্থাপিত হলো “বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে” পাঞ্জেগানা মসজিদের।
আজ ৩০ শে অক্টোবর রোজ রবিবার সকাল ১১ঃ৩০ ঘটিকার সময় আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্যদিয়ে মসজিদ নির্মাণের কাজের শুভ উদ্বোধন করা হয়।

বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে এর শুভাকাঙ্ক্ষী শামীম আহমেদ এর সঞ্চালনায় ও তরুণ সমাজকর্মী, শিক্ষক আব্দুল জলিলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারীশিক্ষা একাডেমী ডিগ্রী কলেজের অধ্যক্ষ এ.কে.এম হেলাল উদ্দিন।

বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল কাদের তাপাদার,নারীশিক্ষা একাডেমী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোশারফ হোসেন সবুজ,বড়লেখা সমিতি সিলেট’র সহ-সভাপতি এ.আর শাহীন,বড়লেখা ফাউন্ডেশন এর দাতা-শুভাকাঙ্ক্ষী যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুর রাজ্জাক বকুল,বড়লেখা ফাউন্ডেশন এর দাতা ও শুভাকাঙ্ক্ষী আকরম আলী রাজা,বড়লেখা পৌরসভার কাউন্সিলর আবুল হাসিম স্বপন, যুক্তরাজ্য প্রবাসী জাকির হোসেন, ব্যবসায়ী সোহেল আহমদ,বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে’র শুভাকাঙ্ক্ষী সাব্বির আহমদ,করিম মাহমুদ কারিন,সাইফুল আলম কাওসার,সাবেক ইউপি সদস্য রশিদ আহমদ সুনাম,আব্দুল লতিফ,হাফিজ আব্দুর রউফ প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ এ.কে.এম হেলাল বলেন দীর্ঘদিন থেকে প্রত্যক্ষ করে আসছি বড়লেখার সর্বত্র নানাবিধ সামাজিক ও মানবিক কাজ জরে আসছে বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে।আমরা তাঁদের এসকল সেবামূলক কাজের প্রশংসার পাশাপাশি সাধুবাদ জানাই।বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে’র এসকল মানবকল্যাণমূলক কাজের সুবিধা পাচ্ছেন সমাজের পিছিয়ে পড়া সুবিধা বঞ্চিত ও প্রান্তিক জনপদের সাধারণ মানুষ।
তিনি বলেন,তাঁদের এই প্রয়াস অব্যাহত থাকলে উপকৃত হবে বড়লেখার আরো দুস্ত- অসহায় মানুষ।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed

নিজস্বপ্রতিবেদক: মৌলভীবাজারের বড়লেখায়। ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব বড়লেখা উপজেলা শাখার ব্যবস্থাপনায় মাননীয় মন্ত্রী আলহাজ্ব শাহাব উদ্দিন এম,পি গোল্ডকাপ এন্ড প্রাইজমানী ক্রিকেট লীগের সেমিফাইনাল ম্যাচ আগামীকাল মাঠে গড়াবে ২য় সেমিফাইনালে ম্যাচ ১১তারিখ রোজ শনিবার ২য় সেমিফাইনালে ম্যাচে মুখোমুখি হবে জুনিয়র ক্রিকেট ক্লাব বনাম গল্লাসাংগন ক্রিকেট ক্লাব । উভয় দলে দুজন করে অতিথি ক্রিকেটার খেলবেন। কোয়াবের সাধারণ সম্পাদক হারুন-উর রশীদ বাদশা বলেন আমরা ২০০৫ সাল ধারাবাহিক ভাবে ক্রিকেট লীগের আয়োজন করছি দেশী বিদেশি অনেক অতিথি ক্রিকেটার খেলেছেন আমরা আশা করছি আগামীকাল ও ভালো মানের অতিথি ক্রিকেটার আসবেন আমরা সুন্দর একটি খেলা উপভোগ করব। বড়লেখা জুনিয়র ক্রিকেট ক্লাবের ক্লাবের টিম ম্যানেজার আদনান বলেন আমরা গ্রুপ পর্বের ম্যাচে আমরা শক্তিশালী দলগুলো কে হারিয়ে কোয়াটার ফাইনালে এসেছি কোয়াটার ফাইনাল খেলে আগামীকাল সেমিফাইনাল ম্যাচ খেলব। আমি আশাবাদী আমার দল জয়লাভ করে ফাইনালে খেলবে আমরা দুজন অতিথি ক্রিকেটার এনেছি ঢাকা মাঠে নিয়মিত ক্রিকেটার টুটুল এবং রুবেল মিয়া গল্লাসাংগন ক্রিকেট ক্লাবের অধিনায়ক জুসেল আহমদ বলেন আমরা তরুণ ক্রিকেটারদের সমন্বয়ে দল গঠন করেছি আমরা টুর্ণামেন্টে ভালো খেলছি গ্রুপ পর্বে আমরা ১ম ম্যাচে হেরে যাই আমি আশাবাদী আগামীকাল জয়লাভ করে ফাইনালে যাব আমাদের দলে দুজন অতিথি ক্রিকেটার খেলবেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার আবুল হাসান রাজু এবং ঢাকা লীগের পারফর্ম করা ক্রিকেটার আনিসুল হক ইমন।