নিজস্বপ্রতিবেদকঃ
মৌলভীবাজারের বড়লেখায়, ফিফা বিশ্বকাপ কাতার ২০২২ উপলক্ষে ২য় রাউন্ডে ম্যাচে দল কে উৎসাহ দিতে বড়লেখায় আর্জেন্টিনা সমর্থকরা বাইক শোডাউন করেছে। গত ৩ডিসেম্বর বড়লেখা পৌর শহরের ডাক বাংলা থেকে শুরু হয়ে পাখিয়ালা পদক্ষিণ করে দাসের বাজার পর্যন্ত বাইক শোডাউন করে তালিমপুর ব্রিজে ও দাসের বাজার ভায়া কানোগো বাজার রোডে দাঁড়িয়ে তারা আনন্দ মিছিল করেন এস ময় আর্জেন্টিনা সমর্থক বড়লেখা পৌরসভার কাউন্সিলর রেহান পারভেজ রিপন বলেন আমরা ফুটবলে আর্জেন্টিনা ভালো বাসি আমরা চাই মেসির মাধ্যমে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হউক,হামিদ হোসেন আজাদ বলেন ৪বছর পর বিশ্বকাপ ফুটবল আসে। আমরা আর্জেন্টিনা সমর্থন করি আমরা চাই বিশ্বের তারকা ফুটবলার লিওনেল মেসির হাতে বিশ্বকাপের ট্রফি উঠুক, এসময় উপস্থিত ছিলেন ফয়ছল আহমদ, আমান আহমদ,নাদের আহমদ বাকের আহমদ, শাওন আহমদ, লিটন আহমদ,ইমরান হোসেন,দুলু আহমদ, আদনান হোসেন,শরীফ আহমদ, মাতাব উদ্দিন, আফজাল হোসেন, আক্তার হোসেন, আব্দুল্লাহ সহ প্রমুখ।
