নিজস্ব প্রতিবেদক :”মৌলভীবাজারের বড়লেখায় দারুসসুন্নাহ গজভাগ মাদ্রাসা”
যার অবস্থান মৌলভীবাজার জেলাধীন বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের গজভাগ নামক এক অজপাড়া গাঁয়ে। যেটি আত্মপ্রকাশ করেছিল দীর্ঘ তিন দশক পূর্বে, ক্বোরআন হাদিসের ইলম ও জাগতিক শিক্ষাদানের মাধ্যমে এমন একঝাক বিজ্ঞ ও যুগ সচেতন আলিম ও হাফিজ গড়ে তোলার লক্ষ্য নিয়ে, যারা শান্তিপূর্ণ সমাজ গঠনে অগ্রণি ভুমিকা পালন করবে। সে লক্ষ্য পুরণে হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে এগুচ্ছে এ জামেয়া।
বর্তমানে হিফজুল কুরআন বিভাগ সহ প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। শিক্ষার পরিধি বাড়ানোর পরিকল্পনা থাকলেও আবাসিক ও অ্যাকাডেমিক ব্যবস্হার সংকটের কারণে তা সম্ভব হচ্ছে না। আলহামদুলিল্লাহ বর্তমানে আবাসিক সংকট লাগব হচ্ছে। তবে তা প্রয়োজনের তুলনায় খুবই অল্প।

মাদ্রাসার উন্নতি অগ্রগতি ও সুনাম সুখ্যাতি বিশ্বময় চড়িয়ে দিতে যিনি দীর্ঘ দেড় যুগ থেকে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, যার চিন্তা চেতনায় এ জামেয়া, তিনি হলেন মাওলানা মাহতাব উদ্দিন কুলাউড়ী। কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের কৃতি সন্তান হলেও এলাকায় যার পরিচিতি যৎসামান্য। গজভাগ মাদ্রাসার বড় হুজুর নামেই তিনি পরিচিত। উনার সুক্ষ্ম চিন্তা ও দক্ষ পরিচালনা, দেশ-বিদেশের মুসলিম ভাইদের দান খয়রাত ও শিক্ষক স্টাফের হাড়ভাঙ্গা মেহনতের ফলে গ্রাম্য একটা এলাকায় জড়ে পড়া প্রতিষ্ঠানটি আজ দেশ-বিদেশে পরিচিতি লাভ করছে। আমরা দোয়া করি আল্লাহ তায়ালা হযরতের হায়াতের মধ্যে বরকত দান করে মাদ্রাসাকে তার মকসুদে মানজিলে নিয়ে পৌঁছানোর তাওফিক দান করুন। আমিন।

বিঃদ্রঃ মাদ্রাসার পুরাতন জরাজীর্ণ তিন তলা ভবনের নিচ তলার একাংশের কাজ সম্পন্ন হলেও বর্তমানে অবশিষ্টাংশ সম্পন্ন করা খুবই জরুরী হয়ে পড়েছে। সেই লক্ষ্যে আগামী ২০ শে নভেম্বর রোজ সোমবার কাতার সফরের উদ্দেশ্যে রওনা দিবেন মাদ্রাসার সুদক্ষ পরিচালক মাওলানা মাহতাব উদ্দিন সাহেব। তাই কাতারে অবস্থানরত দ্বীন দরদী সকল মুসলিম ভাইদের সাহায্য সহযোগিতা কামনা করছি)

By admin

its a news based portal and we always try to present true news and events what people right to know.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *